ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচার দাবিতে চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। 

সোমবার বেলা ১১টার দিকে অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

জেলার সীতাকুণ্ডের বগুলা বাজার, কদমরসুল, ভাটিয়ারী ও পটিয়া মডেল মসজিদ এলাকায় ‘সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। সড়কের মধ্যে গাছ, লোহার পাইপ এবং বসার টেবিল রেখে অবরোধ করে অন্দোলনকারীরা।

এবিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের গোয়েন্দা শাখার (মিডিয়া) মো. রাশেল জানান, আন্দেলনকারীরা পটিয়া ও সীতাকুণ্ডের মহাসড়ক অবরোধ করেছে। পরে আন্দোলন শেষ করে আবার চলে যায়।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। 

এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সর্বশেষ গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি। এর ধারাবাহিকতায় আজ তিন ঘণ্টা সড়ক অবরোধ করে আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা-কর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি