ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রণবীরকে ব্যাট দিয়ে মারলেন দীপিকা!

প্রকাশিত : ১৯:৫২, ১২ জুন ২০১৯ | আপডেট: ১৯:৫৭, ১২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রণবীর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। সেই আগ্রহকে পুনরায় উসকে দিয়েছে রণবীরের পোস্ট করা একটি ভিডিও। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে একটি ভিডিওটি পোস্ট করেছেন রণবীর। তারপর শুরু হয় আলোচনা।

রণবীরের পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, রণবীর সিংহকে ব্যাট দিয়ে মারছেন দীপিকা। দীপিকার কাছে ব্যাটের আঘাত খেয়ে লাফিয়ে উঠছেন রণবীর।

ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার রিল ও রিয়াল লাইফের গল্প’। এই ভিডিও পোস্ট করার পরই দুই তারকার বন্ধুরা তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তরা মজায় মেতেছেন।

রিয়াল লাইফে জুটি বাঁধার পর প্রথমবার অনস্ক্রিনেও দেখা যাবে এই দুই তারকাকে। কবীর খানের ‘৮৩’ সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিংহ। সেই ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০-র ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা।

(সূত্রঃআনন্দবাজার)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি