রফিকুল মতিন বিটিসিএলের এমডি
প্রকাশিত : ১১:২০, ৪ নভেম্বর ২০১৯

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মো. রফিকুল মতিন।
এর আগে তিনি বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টেলিযোগাযোগ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন 'সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স' প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও কাজ করেছেন।
রফিকুল মতিন নবম বিসিএস পরীক্ষায় টেলিকম ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে যোগ দেন।
১৯৯৯ সালে তিনি উপবিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০৯ সালে পরিচালক এবং ২০১৮ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান। কর্মজীবনে তিনি ফ্রান্স, জাপান, কানাডা ও তুরস্কে টেলিযোগাযোগ প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
আরও পড়ুন