ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

রাঙামাটিতে উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা (ভিডিও)

প্রকাশিত : ১২:৫৯, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:২২, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। দশটির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই উপজেলা চেয়ারম্যান। বাকী আট উপজেলায় চেয়ারম্যান পদে দ্বিমূখী লড়াই হবে বলে মনে করছেন সংশ্লিস্টরা।

প্রতীক বরাদ্দের পরদিন থেকেই প্রচারণায় ব্যস্ত রাঙামাটির উপজেলা নির্বাচনের প্রার্থীরা। এবার রাঙামাটি সদরসহ ১০ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্দ্বিতা করছেন ২২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬জন। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লংগদু ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্র“তি।

তবে যিনি এলাকার উন্নয়নসহ সাধারন মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, তাকেই ভোট দেয়ার কথা ভাবছেন এলাকাবাসী।

এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে সবরকম প্রস্তুতির কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা।

১০ উপজেলায় ভোটার ৪ লাখ ১৮ হাজার ২৪৮জন। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি