ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রাজধানীকে ভিন্ন চিত্রে দেখা যাবে ৩ বছর পর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:০৭, ১৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

তিন বছর পর রাজধানীকে ভিন্ন চিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশরনের মেয়র আনিসুল হক। ঢাকা উত্তর সিটির দায়িত্ব গ্রহনের দুই বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমকে এ’কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, ঢাকাকে পরিছন্ন, নিরাপদ এবং সবুজ নগরী হিসেবে গড়ার কাজ ঠিকভাবেই এগুচ্ছে।
২০১৫ সালের ১৪ই মে মেয়র হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব নেন আনিসুল হক।
দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন মেয়র আনিসুল হক। বলেন, দুই বছরে রাস্তা প্রশস্ত করা, ফুটপাত অবমুক্ত, অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া, বিলবোর্ড অপসারণ সহ বিভিন্ন কাজ করেছেন।
তবে, এ’ কাজ খুব একটা সহজ ছিল না উল্লেখ করে আনিসুল হক বলেন, কোন অপশক্তির কাছে মাথা নত না করে আগামী তিন বছরে বাকী কাজ শেষ করা হবে।
এ’ সময় প্রশ্নের উত্তরে আসিুল হক বলেন, গণমাধ্যমের সহায়তা পেলে অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই শেষ করতে পারবেন।
আগামীতে যানজট নিরসনে বেশি গুরুত্ব দেয়া হবে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি