ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাজধানীতে গরু ও খাসীর মাংসের দাম লাগামহীন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিংয়ের দাবি

প্রকাশিত : ১৪:৩০, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩০, ১৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে লাগামহীন গরু ও খাসীর মাংসের দাম। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খাসীর মাংস প্রতি কেজি ৮শ’ টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ’ টাকায়। ব্যবসায়িরা বলছেন, খাসীর সরবরাহ কম হওয়ায় দাম বেশি। চড়া মাছের বাজারও। কেজিপ্রতি ৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে প্রায় সব ধরণের সবজি। এদিকে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। কয়েক মাস আগেও গরুর মাংস বিক্রি হতো প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায়, আর খাসীর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায়। তবে, ডিসেম্বর মাস থেকেই একটু একটু করে বাড়তে থাকে গরু ও খাসীর মাংসের দাম। দাম বৃদ্ধির কারণ হিসেবে খাসীর সরবরাহ কম থাকাকে দায়ি করছেন ব্যবসায়িরা। এছাড়া, হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের কারণে চামড়ার কাংখিত দাম পাওয়া যাচ্ছেনা বলেও জানান তারা। মাছ বাজারে চাষের মাছেরই আধিক্য বেশি। অনেক বিক্রেতা নদীর মাছ বলে চাষের মাছ বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। সরবরাহ কম থাকায় ইলিশের দাম অনেক বেশি বলে জানান ক্রেতাদের কেউ কেউ। প্রতি কেজি আলু ২০, বেগুন ৬০, ফুলকপি ৪০, শিম ৬০ ও ঢেড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সবজির দাম সহনীয় পর্যায়ে নেই বলে জানান ক্রেতারা। নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি