ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন সামনে রেখে উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তিনি বলেন  এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। রাজনৈতিক দলে যোগ দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাদেও অন্য দলে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি নিজেই।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। এছাড়া এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হবো। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবো, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেবো।
 
‘জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো, তা নির্ধারণের সময় এখনো আসেনি’, যোগ করেন তিনি।
 
বিসিবির সভাপতি ফারুকের বিরুদ্ধে অর্থ লেনদেনে অস্পষ্টতার অভিযোগে জবাবে উপদেষ্টা আসিফ জানান, ঝুঁকিপূর্ণ ব্যাংক ব্যাবহার থেকে বিরত থাকতে এমনটা করেছে বিসিবি সভাপতি।
 
ব্যাক্তিগত সম্পদ এবং এপিএস নিয়ে গণমাধ্যমে তৈরি হয়া বিভ্রান্তি নিয়েও কথা বলেন তিনি। আসিফ মাহমুদ জানান, আগের বছরের টিন নাম্বার না থাকায় আয়করে নিজের সম্পদ প্রকাশ করতে পারেননি।
 
এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়-অনিয়মের কারণে পিডিবিএফ প্রতিষ্ঠানটি ধ্বংস করা হয়েছে। ৭৫১টি পদের বিপরীতে ৫১ জন বর্তমানে কর্মরত থাকলেও এতদিন নিয়োগ দেয়া হয়নি, ২০১৬ সাল থেকে নিয়োগ স্থগিত ছিল। তাই এবার এর নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য সেনাবাহিনীর সাহায্য নেয়া হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি