ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রাজবাড়ীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশায় নাজমুল হক নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার বিকালে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ করিম এ রায় প্রদান করেন। নাজমুল জেলার পাংশা দক্ষিণ কুমিরাজ গ্রামের জহুরুল হক বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা জায়, ২০০৯ সালে ১৮ জুন রাতে জেলার পাংশা উপজেলা পাট্টা ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে ইউনুস আলী মন্ডল ও তার সহযোগিরা নাজমুলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নাজমুলের বাবা পাংশা থানায় হত্যা মামলা দায়ের করে।

ওই মামলা দীর্ঘ স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে গতকাল বিকালে আদালত ইউনুস আলী মন্ডল, চরকুলটিয়া গ্রামের মৃত নুয়াই মন্ডলের ছেলে হুমায়ন মন্ডল ওরফে হুমাইয়া এবং জেলার বালিয়াকান্দির রাজধারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফিরোজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইউনুস আলী মন্ডল পলাতক রয়েছে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি