ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

রাজশাহীতে গাছে বাসের ধাক্কা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর পবা উপজেলার হরিপুরে একটি ঢাকা কোচ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় নয় বাসযাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনায় নিহতরা হলেন, বাসের সহকারি শওকত আলী (৩০) এবং সুপারভাইজার আব্দুল হালিম (৪৩)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দামকুড়া ওসি আব্দুল লতিফ।

ওসি জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের সহকারি শওকত আলী। পরে পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের সুপারভাইজার আব্দুল হালিম।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি