ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

রাজশাহীতে পদ্মার মোহনায় ভেসে এলো ৪ লাশ

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৫৭, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর চারঘাটে বড়াল নদীর পদ্মার মোহনায় স্লুইচগেটে ভেসে এসেছে চারটি লাশ। আজ শুক্রবার সকালে স্লুইচগেটে এলাকায় কুচুরিপানার মধ্যে প্রথমে স্থানীয়রা লাশগুলো দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উদ্ধারের প্রস্তুতি নেয়। 

চারঘাট থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, খবর পেয়ে স্লুইচগেট এলাকায় পুলিশ পাঠানো হয়। লাশগুলো উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। 

ওসি বলেন, সেখানে চারটি গলিত লাশ ভাসছে বলে মনে হচ্ছে। তবে তিনটির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। অপরটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

কুমার কুণ্ডু বলেন, লাশগুলো কচুরিপানায় ঢেকে যাওয়ায় কে কোন বয়সী, নারী নাকি পুরুষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, লাশগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুইজন পুরুষ, আর দু’জন নারী হবে। 

তিনি বলেন, পচে যাওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না। আরেকটি মরদেহ স্লুইসগেটের ভেতরে আটকে আছে। উজান থেকে লাশগুলো ভেসে এসেছে বলে ধারণা করছে পুলিশ।

আই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি