ঢাকা, বুধবার   ২১ জানুয়ারি ২০২৬

হঠাৎ একযোগে ৮ ইউএনওকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:১৫, ২১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জনপ্রশাসনে হঠাৎ করেই একযোগে আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি ও বর্তমান কর্মস্থল হলো— ইশরাত জাহান (১৮২৮০) উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা, বরগুনা; মো. আল-আমীন (১৮৩২৫) উপজেলা নির্বাহী অফিসার, জীবননগর, চুয়াডাঙ্গা; রেহেনা আক্তার (১৮৪১০) উপজেলা নির্বাহী অফিসার, ভাণ্ডারিয়া, পিরোজপুর; লিটন চন্দ্র দে (১৮৪৬৩) উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল, হবিগঞ্জ; প্রীতিলতা বর্মন (১৮৫২৯) উপজেলা নির্বাহী অফিসার, ধুনট, বগুড়া; মিলু মেহরাজ শারবীন (১৮৫৬৭) উপজেলা নির্বাহী অফিসার, নগরকান্দা, ফরিদপুর; মাসুদুর রহমান (১৮৬৬০) উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা, নেত্রকোণা; মো. লোকমান হোসেন (১৮৭২৫) উপজেলা নির্বাহী অফিসার, চরফ্যাশন, ভোলা।

পদায়ন/বদলিকৃত কর্মস্থল হলো— উপজেলা নির্বাহী অফিসার, চরফ্যাশন, ভোলা; উপজেলা নির্বাহী অফিসার, নগরকান্দা, ফরিদপুর; উপজেলা নির্বাহী অফিসার, ধুনট, বগুড়া; উপজেলা নির্বাহী অফিসার, জীবননগর, চুয়াডাঙ্গা; উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল, হবিগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা, নেত্রকোণা; উপজেলা নির্বাহী অফিসার, ভান্ডারিয়া, পিরোজপুর; উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা, বরগুনা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাগণকে তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো।

বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২২ জানুয়ারি ২০২৬ এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত গণ্য হবেন।

নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি