ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নারীর মৃত্যু

প্রকাশিত : ১৭:২৩, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সুদানা বেগম (৬৮) নামে ভারতীয় এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (শুক্রবার) সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে।

নিহত সুদানার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়। রাজশাহীর গোদাগাড়ীতে মেয়ের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার রাতে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। তারপর নিহত নারীর মরদেহ তার দেশে যাবে বলেও জানান তিনি।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি