ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

শুরু হয়েছে সংযমের মাস পবিত্র মাহে রমজান। শনিবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার পরপরই শুরু হয় রোজার প্রস্তুতি। রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বেশিরভাগ মানুষ বাসা-বাড়ীতে সেহরি খেলেও, পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় করেন রেঁস্তোরায়। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্টিনগুলোতেও সেহরি খেয়েছেন শিক্ষার্থীরা।
রহমত, বরকত ও মাগফিরাতের পয়গাম নিয়ে আবারো এসেছে মাহে রমজান।
বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরই শুরু হয় রোজার প্রস্তুতি।
শেষ রাতে সেহরি খেয়ে রোজা শুরু রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বেশিরভাগ মানুষ বাসা-বাড়ীতে খেলেও, অনেকেই পরিবার- পরিজন নিয়ে সেহরি খেতে যান পুরান ঢাকার রেস্তোরাগুলোতে।
এদিকে রেস্তোরার মালিকরা বলছেন, প্রথম দিনে ভিড় কম তবে সামনের দিনগুলোতে লোক সমাগম আরো বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও কেন্টিনে একসাথে সেহরী খেয়েছেন। সংযমের এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা জানান তারা।
এর আগে তারাবিহ-র নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় রোজার আনুষ্ঠানিকতা। তারাবিহ-র নামাজে অংশ নিতে শনিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মসজিদে ভিড় করেন মুসল্লীরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি