ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ বোধ করায় ৯৯ বছর বয়সী ফিলিপ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান।

রয়্যাল প্যালেস থেকে জানানো হয়েছে, কয়েক দিন ধরেই তিন অসুস্থ বোধ করছিলেন। তবে এটি করোনাভাইরাস সংক্রান্ত নয়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তারের পরামর্শে তিনি ভর্তি হয়েছেন। সেখানে তাকে কয়েক দিন থাকতে হবে।

বিবিসি জানিয়েছে, ফিলিপ ভর্তি আছেন সেন্ট্রাল লন্ডনের এডওয়ার্ড হাসপাতালে। 

প্রসঙ্গত, ফিলিপ তার কয়েকটি মন্তব্যের জন্য বেশ সমালোচিত। আর এই বিতর্কিত সব মন্তব্যের জন্য পরিচিত এই রাজা ২০১৭ সালে রাজকীয় দায়িত্ব থেকে অবসর নেন। তবে অবসর নিলেও ৯৪ বছর বয়সী স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে তাকে সরকারি কাজে অংশ নিতে দেখা যায়।

গত বিবাহবার্ষিকীতে ধূমপান ছেড়েছেন। এখন আর আগের মতো মদপানও করেন না।

উল্লেখ্য, ১৯৮৬ সালে চীন সফরের সময় সেখানে একদল ব্রিটিশ ছাত্রদের বলেন, ‘এ দেশে বেশি দিন থাকলে তোমাদের চোখ কিন্তু সরু হয়ে যাবে!’

আরও বড় বিতর্কের মুখে পড়েন ১৯৯৪ সালে কেইম্যান দ্বীপ সফরের সময়। স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তিকে এভাবে প্রশ্ন করেন, ‘আপনাদের অধিকাংশই তো জলদস্যুদের বংশধর, তাই না?’

ফিলিপ গত মাসে করোনার টিকা নিয়েছেন। পারিবারিক চিকিৎসকের মাধ্যমে তার স্ত্রী এলিজাবেথও একই দিন টিকা নেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি