ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রিকশাচালক তুহিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা.সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদে জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে এ রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। 

এর আগে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, তুহিন হত্যা মামলার আসামী আইভীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। আদালত উভয়পক্ষের শুনানী শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে ফৌজদারী মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন না মঞ্জুর করে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় রিমান্ড শুনানীর তারিখ আবারও পিছিয়ে দেয়ার আবেদন করা হলে আদালত সেই আবেদন আমলে না নিয়ে শুনানী শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশা চালক তুহিন। এঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নাম্বার আসামি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি