ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘রিজার্ভ চুরির সব টাকা মিলবে...’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৫, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

‘রিজার্ভ চুরির সব টাকা পাওয়া যাবে, কিন্তু টাকা পেতে সময় লাগবে। ইতিমধ্যে কিছু টাকা ফেরত এসেছে, পুরো টাকা ফেরত আনার কার্যক্রম চলছে।’

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের সব অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সুইফট কোড হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে গত বছরের ৫ ফেব্রুয়ারি ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে মার্চের শুরুতে। পরে ১৫ মার্চ এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মুদ্রা পাচার প্রতিরোধ ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে রিজার্ভের অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) নিয়ে যাওয়া হয়। ওই টাকার একটি বড় অংশ পরে ফিলিপাইনের একটি জুয়ার টেবিলে চলে যায়।

পাচারকৃত অর্থের মধ্যে ক্যাসিনো মালিকের ফেরত দেয়া দেড় কোটি ডলার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে আগস্টে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যায় বাংলাদেশ ব্যাংকের একটি দল। এ পর্যন্ত ১৫ মিলিয়ন ডলার ফেরতও পেয়েছে বাংলাদেশ।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি