ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

রিমার্কের উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তুষ্ট ভোক্তা অধিকার ডিজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

রিমার্ক এইচবি লিমিটেডের বিশ্বমানের অথেনটিক কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন প্রক্রিয়া সরাসরি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। 

শনিবার (১৭ মে) মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত রিমার্ক এইচবি’র সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ফ্যাক্টরি ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি বলেন, ভোক্তার জন্য দেশে যে মানের পণ্য তৈরি হচ্ছে, তা গর্ব করার মতো। তবে ভোক্তাদের সচেতনতা এবং পণ্যের মূল্য নাগালের মধ্যে রাখা জরুরি।

ফ্যাক্টরি পরিদর্শনের সময় রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিজিকে অভ্যর্থনা জানান। কোম্পানির নিরাপত্তারক্ষীরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

পরিদর্শনে ডিজি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পণ্যের উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, মোড়কজাতকরণ ও পরীক্ষাগার কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি বলেন, রিমার্কের উৎপাদন ব্যবস্থাপনা ও কারিগরি সক্ষমতা আন্তর্জাতিক মানের এবং নকল ও ভেজাল রোধে যৌথ পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তা অধিকারের কর্মকর্তারা যেন সহজেই ভেজাল ও নকল চিহ্নিত করতে পারেন সে বিষয়ে রিমার্ক-এর সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম চালু হতে পারে।

রিমার্ক এলএলসি ইউএসএ-এর সহযোগী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের ‘নিওর’, ‘লিলি’, ‘ব্লেইজ ও স্কিন’, ‘হারল্যান’, ‘অরিক্স’, ‘টাইলক্স’, ‘সানবিট’, ‘একনল’, ও ‘সিওডিল’ ব্র্যান্ড ইতোমধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

রিমার্ক কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন অথেনটিক পণ্য উদ্ভাবন ও বাজারজাতকরণের জন্য প্রতিষ্ঠানটি গবেষণা ও উৎপাদনে বড় পরিসরে বিনিয়োগ করছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি