রুবাইয়াত : কর্ণফুলী
প্রকাশিত : ১২:৫৯, ৩০ জুন ২০২১ | আপডেট: ১২:২৮, ১ জুলাই ২০২১

১.
লুসাই পাহাড় কতো বেদনা ও খুশির স্রবণ
ঢেলে দিল ; চাপা প্রেম, মমতার নিবাক দ্রবণ,
না-বলা কথার ধোঁয়া, কুয়াশার জোৎস্না শ্রবণ,
অশ্রুধারা কর্ণফুলী, বহে জল আবেগ প্রবণ।
২.
মাটির নরম বুকে জাগে টিলা, কঠিন ত্রিভুজ,
কিশোরী প্রেমের তাপে কাঁপে জল, পাহাড় অবুঝ,
হাজার সালের দুখি বুক চিরে লাফায় সবুজ,
বহে স্রাব, ডুবে ধীরে প্রেমে বোনা সুখের খবুজ।
৩.
দু’জনার মাঝখানে বিরহের দুখি ছেদরেখা
বয়ে গেছো অভিশাপ— প্লাবনের খুনি অশ্রুলেখা,
কতো প্রেম! স্বপনের খেলাঘর ভেঙেছো নিঠুর!
আর সে কি পাবে ফিরে, হারানো সে পরাণ’র দেখা!
৪.
একূল ভেঙেছো কভু, ফের সুখে গড়েছো ওকূল,
কূলহীনা কর্ণফুলী ! কারো ফের ভেঙেছো দুকূল!
কাউকে ভাসাও তুমি ফাগুনের সাগরে অকূল,
কখনো রাক্ষসী ত্রাসে দলে যাও প্রেমের মুকুল।
৫
তোমার পলির ওমে কতো হাট, জমেছে নগর!
ফুলের বাগিচা কতো! জুঁই বেলী, চামেলি টগর।
সোনালী ধানের শীষ, দুধে ঝোলা গাভীর ওলান,
ধনে দানে, ধ্যানে জ্ঞানে, সভ্যতার গড়েছো খিলান।
৬.
দুকূলে দিয়েছো ঢের, অবারিত অসীম সৃজন,
কৃষি, বন, খালবিল, মেঘমালা, শীতল পরশ,
প্রিয়ার কাজল বেনী কর্ণফুলী, কপোল সরস,
মায়ের বিধবা শাড়ি, কভু তুমি সাধক বিজন।
এসএ/