ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রেমালের তাণ্ডব: ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত বরগুনার ২০ গ্রাম

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ২৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনা জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে সর্বশেষ এ তথ্য জানা যায়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এছাড়া বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও বেতাগী উপজেলায় ২ হাজারেরও বেশি গাছপালা  উপড়ে পড়েছে এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

তবে জেলার কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ এলে আস্তে-আস্তে ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র পাওয়া যাবে। জেলাজুড়ে এখনো দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকে জেলায় বিদ্যুৎ নেই, তাই ইন্টারনেট নেই, মানুষজনের সেলফোনের চার্জও শেষ হওয়ার দিকে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি