ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

তিনি জানান, ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর জানানো হবে। এর আগে সোমবার (২১ জুলাই) রাতে, শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক বিবৃতিতে মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষাও স্থগিত ঘোষণা করেন।

এদিকে, সকালে থেকে শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে, তার প্রতিটি দাবিকেই যৌক্তিক বলে উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকার শিক্ষার্থীদের আবেগ ও নিরাপত্তাজনিত উদ্বেগকে সম্মান করছে এবং তাদের সব দাবির ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ ৩১ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন, যাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে এখন জাতীয় আলোচনার সৃষ্টি হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি