ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

লংগদুতে সহিংসতার ঘটনায় দোষীদের শাস্তির দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

লংগদুতে সহিংসতার ঘটনায় বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ’সময় নোমান বলেন, লংগদুর পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, ঢাকা থেকে বিএনপির প্রতিনিধি দল রাঙামাটি আসলেও প্রশাসনের অসহযোগিতার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি। লংগদুর ঘটনা নিয়ে সরকার রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি