ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

লঘুচাপের কারনে রাজধানীসহ সারাদেশে ভারি বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

লঘুচাপের কারনে রাজধানীসহ সারা দেশে চলছে ভারি বৃষ্টি। সঙ্গে যোগ হয়েছে কালবৈশাখী। গেল কয়েক দিনে, বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে জলজট। আর এর ফলে সৃষ্ট যানজটে নাকাল নগরবাসী। বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষ আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

হঠাৎ সূর্য ঢেকে দিয়ে মেঘের গর্জন, ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি।

পূবালী ও পশ্চিমা লঘুচাপের কারনে এমন বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলজট।

প্রধান সড়কের কোথাও হাটু পানি, কোথাওবা তার চেয়েও বেশি। দেখা দেয় তীব্র জানযাট। অতিষ্ট হয়ে উঠে নগর জীবন।

রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও আশেপাশের এলাকায় বৃষ্টিতে সকাল থেকেই বিপাকে পড়েন শিক্ষার্থী এবং অভিবাবকরা।

জলজটে রাস্তার একপাশ থেকে অন্যপাশে পথচারিরা পার হন রিক্সায় চড়ে।

শান্তিনগর রাজারবাগ ও তার আশেপাশের এলাকায় জলজট সমস্যা দূর করতে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে প্রকল্প শেষ হবে বলে জানান তিনি।


আরও দেখুন ভিডিওতে

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি