ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাখ লাখ হেক্টর জমির ধান পানির নিচে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৫৩, ৩০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

হাওরাঞ্চলগুলোতে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, এখনো লাখ লাখ হেক্টর জমির ধান পানির নিচে। আধপাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। আগাম বন্যায় ফসল নষ্ট হওয়ায় ভবিষ্যত নিয়েও শঙ্কিত হাওরাঞ্চলের মানুষ। এদিকে, সরকারি- বেসরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও, প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তরা সহায়তা না পাওয়ার কথা জানিয়েছে।

সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনায় হাওরাঞ্চলের মাঠে চাষ করা লাখ লাখ হেক্টর জমির ধান এখন পানির নিচে।

কোথাও গাবাদীপশুর খাদ্য হিসেবে আধাপাকা ধান কেটে নিচ্ছে কৃষক, আবার কোথাও বা পচন ধরেছে পানির নিচে থাকা ধানে।

ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, দুর্ভোগ কমেনি দুর্গতদের। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ না পৌঁছানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আগাম বন্যা অনিশ্চিত করে তুলেছে হাওরবাসীর ভবিষ্যত। তাই কার্যকর সহযোগিতার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি