লালমনিরহাটে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
প্রকাশিত : ১৯:১২, ২৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড়ের কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বহিরাগত বললে বিতর্ক শুরু হয়। বিতর্কের একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এদিকে, সংঘর্ষ ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র্যাব, বিজিবি সদস্যরা।
জানতে চাইলে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি মটরসাইকেল ভাঙচুর হয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমআর//
আরও পড়ুন










