লিট ফেস্টের দশম আসরের পর্দা উঠলো
প্রকাশিত : ১৫:০১, ৫ জানুয়ারি ২০২৩
				
					কোভিডে দু'বছর থমকে থাকার পর আবারও লিট ফেস্টের আয়োজন করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার সকালে লিট ফেস্টের দশম আয়োজনের উদ্বোধন করেন নোবেলজয়ী সাহিত্যিক আব্দুল রাজ্জাক গুরনাহ।
পাঁচ মহাদেশের পাঁচ শ’ কবি, লেখক, চিন্তকদের এই সাহিত্য সমাবেশে এবার গুরুত্ব পাচ্ছে জলবায়ু, মৌলবাদ, বিজ্ঞান-প্রযুক্তি, উদ্ভাবনী, মহামারী ও প্রাণ প্রকৃতি এবং শিশু সুরক্ষার মতো বিষয়গুলো।
বাংলা ভাষা ও সাহিত্য ছাড়া বিশ্বসাহিত্যর নানান ধরণ ও পরম্পরা নিয়ে ভিন্নধর্মী কথোপকথনে যোগ দেবেন অমিতাভ ঘোষ, নুরুদ্দিন ফারাহ, সেলিনা হোসেনসহ আমন্ত্রিত লেখকরা।
নবীন ও প্রবীণ লেখকদের এই বিশ্ব মিলনমেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী সাহিত্যিক আব্দুল রাজ্জাক গুরনাহ বলেন, “আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। আমি ধারণা করছি, এই আয়োজনের মাধ্যমে এমন কিছু দেখবো যা আমি জীবনেও দেখিনি। আমি মনে করি, এই আয়োজনের শুরুটা বেশ চমকপ্রদ ছিল।”
বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মনিপুরী, ক্লাসিক্যাল, রবীন্দ্র সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
এএইচ
				        
				    









