ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

লিবিয়ায় তিনটি তেল স্থাপনায় উৎপাদন শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

তেল বন্দরে কাজ করছেন এক শ্রমিক- এপি

তেল বন্দরে কাজ করছেন এক শ্রমিক- এপি

Ekushey Television Ltd.

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিক্ষিপ্ত সংঘাতের মাঝেই দেশটির প্রধান তিনটি তেল বন্দরে তেল উৎপাদন শুরু হয়েছে। যদিও রাজধানীতে জনগণের মাঝে বিদ্যুৎ ঘাটতি ও অন্যান্য পরিষেবা নিয়ে অসন্তোষ বিরাজ করছে। লিবিয়ার বিবাদমান দুটি পক্ষের শান্তি চুক্তির পুরো শর্ত হচ্ছে, তেল উৎপাদন পুনরায় শুরু করা। খবর ভয়েস অব আমেরিকা’র। 

জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকার প্রধান ফয়েজ আল সাররাজ বলেছেন, চুক্তির শর্ত মোতাবেক বন্দর পুনরায় চালু করতে হবে। বিদেশী মিলিশিয়াদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এবং লিবিয়ার নৌ-বন্দর ও তেল স্থাপনা চালু করতে হবে। 

তিনি বলেন, তেল উৎপাদন বন্ধ থাকায় লিবিয়ার ৯০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি