ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

লিভারের ৭৫ ভাগ নষ্ট হয়ে গেছে অমিতাভ বচ্চনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

অমিতাভ বচ্চনের  লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। মাত্র ২৫ শতাংশের উপর বেঁচে রয়েছেন তিনি। নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি এমনই তথ্য জানান অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, দীর্ঘ ৮ বছর ধরে তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত ছিলেন বলে জানান বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। (খবর ভারতীয় পত্রিকা জি২৪ এর)

সম্প্রতি একটি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠানে হাজির হন বিগ বি। সেখানেই নিজের স্বাস্থ্য সম্পর্কে মুখ খুলেন তিনি। অমিতাভের কথায়, 'আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। আমি এখন ২৫ শতাংশের উপর বেঁচে রয়েছি।' 

অভিনেতা আরও জানান, তিনি যক্ষ্মা ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। তবে যক্ষ্মার প্রতিকার রয়েছে। যখন শরীর খারাপ হতে শুরু করে, তখন তিনি জানতেনই না যে তাঁর শরীরে যক্ষ্মার জীবাণু রয়েছে। 


তিনি যে রোগে আক্রান্ত, যে কেউ যে কোনও মুহূর্তে একই সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি বলেও প্রত্যেককে সতর্ক করেন অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই পোলিও, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও ডায়াবিটিস সম্পর্কে সচেতনতামূলক প্রচারের যুক্ত বিগ বি। 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি