ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৬:৫৯, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৭৩টির, আর ৪৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৯৯৫ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৬টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি