ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

লোকাল’ হলেও ভাড়া নিচ্ছে আগের মতোই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:০২, ১৬ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে বাসের সিটিং সার্ভিস বন্ধে অভিযান শুরু হলেও ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। বাস ‘লোকাল’ হলেও ভাড়া নিচ্ছে আগের মতোই দানবীয় চিত্রে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে নৈরাজ্য ঠেকাতে যৌথ অভিযান চালাচ্ছে বিআরটিএ ও মালিক-শ্রমিক নেতারা। যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যাত্রীদের এই ক্ষোভ রাজধানীতে বাসের সিটিং সার্ভিসের নৈরাজ্য নিয়ে। মালিক সমিতি ও বিআরটিএ রোববার সকাল থেকেই সিটিং সার্ভিস উঠিয়ে দেয়ার ঘোষণা দিয়ে ভাড়া নির্ধারণ করে দেয়। কিন্তু বাসগুলোতে দেখা গেলো উল্টো চিত্র। কোনো কোনো পরিবহন সিটিং সার্ভিস বন্ধ করলেও ভাড়া নিচ্ছে আগের মতোই।

তবে বাস মালিকরা এখনো ভাড়ার চার্ট দেয়নি বলে দাবি ড্রাইভার এবং সহকারীদের।

রাজধানীর আসাদগেটসহ কয়েকটি পয়েন্টে সিটিং সার্ভিস বন্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করে বিএআরটিএ এবং মালিক সমিতি। নিয়ম না মানায় বিভিন্ন পরিবহনকে জরিমানা করে বিআরটিএ’র ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট।

প্রাথমিকভাবে প্রথম দিন জরিমানা করা হলেও সোমবার থেকে জেল ও জরিমানা করবে বলে জানায় বিআরটিএ এবং মালিক সমিতি। প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেয়ারও ঘোষণা দেয়া হয়।

এদিকে, রাজধানীর তেজগাঁও এর সাতরাস্তা এলাকায় পণ্য ও যাত্রীবাহী যানবাহনে অবৈধভাবে সংযোজিত যন্ত্রাংশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিআরটিএ, মালিক- শ্রমিক নেতারা। আইন না মানার কারণে কয়েকজনকে করা হয় জরিমানা।

অভিযান পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

যাত্রীদের ভোগান্তি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি