ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শপথ নিলেন মেয়র তালুকদার খালেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৫ জুলাই ২০১৮

খুলনা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন।

বিধি অনুযায়ী মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শপথ বাক্য পাঠ করান।

খুলনা সিটি করপোরেশনের মোট ৪১ জন কাউন্সিলর আজ শপথ নিলেন। এর মধ্যে ৩১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর।

বর্তমান করপোরেশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনির মেয়াদ সে পর্যন্তই। ফলে খালেককে দায়িত্ব গ্রহণ করতে হবে এর পরদিন। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর করপোরেশনের নব নির্বাচিত সদস্যরা দায়িত্ব বুঝে নেবে।

প্রসঙ্গত, গত ১৫ মে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ ৯ হাজার ২৫১ ভোট পান।

তালুকদার আবদুল খালেক এর আগেও খুলনার মেয়র ছিলেন। গত নির্বাচনে তিনি বিএনপির মনিরুজ্জামান মনির কাছে পরাজিত হন। পরে সংসদ নির্বাচন করে এমপি হন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি