ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শফিউজ্জামান খান লোদী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউজ্জামান খান লোদী। আজ বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর অবস্থার অবনতি হলে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন ধরে আইসিইউতে ছিলেন। 

শফিউজ্জামান খান লোদী স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন। 

বগুড়ায় জন্ম হলেও শফিউজ্জামান খান লোদীর বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি শেষে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি