শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৪
প্রকাশিত : ১৯:৫৪, ২২ ডিসেম্বর ২০২৫
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা যায়।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দলের নেতাকর্মীরা। উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পালং থানার ওসি শাহ আলম বলেন, এনসিপির নেতারা আজ ওসমান হাদির হত্যার প্রতিবাদে মিছিল বের করে। মিছিলের পাশ দিয়ে ছাত্রদলের নেতারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ। এখন পর্যন্ত চারজন আহতের তথ্য পাওয়া গেছে।
পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমআর//
আরও পড়ুন










