ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শাকিব-বুবলী প্রসঙ্গে যা বললেন অনন্ত জলিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:০৭, ১ অক্টোবর ২০২২

বর্ষা-অনন্ত জলিল

বর্ষা-অনন্ত জলিল

Ekushey Television Ltd.

দেশের সিনেপাড়ায় এখন মুখরোচক আলোচনার বিষয় শাকিব-বুবলীর সন্তান। তাদের ডামাডোলে অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন আরেক আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।   

প্রেম, বিয়ে আর একসঙ্গে অভিনয়, সবকিছু নিয়েই খোলামেলা এই জুটি। বরং সবাইকে তা জানিয়ে হয়ে উঠেছেন আদর্শ বাবা-মার রোল মডেল। 

শাকিব-বুবলীর বর্তমান বিষয় নিয়ে কী ভাবছেন অনন্ত?

এ বিষয়ে জানতে চাইলে তার সোজাসাপ্টা জবাব, শাকিব খান যা করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়।

মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কিনা–এ প্রসঙ্গে নায়ক অনন্ত মনে করেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যেকোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না।

ব্যাঙ্কারস ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হাজির হয়ে ‘দিন: দ্য ডে’খ্যাত এই তারকা বলেন, ‘মিডিয়ায় আসা নানা ঘটনার মাঝে শাকিবের এ ঘটনা চাপা পড়ে যাবে, মানুষ ভুলে যাবে। মিডিয়ায় গুরুত্ব পাবে অন্য ঘটনা। তাই তাদের প্রতি শুভকামনা রইল। আমি চাই সবাই ভালো থাকুক।’

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি