ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শাড়ি ব্যবসায়ীকেই বিয়ে করছেন নুসরত

প্রকাশিত : ১৫:৩৪, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

টালিউড অভিনেত্রী নুসরত জাহান। নির্বাচন করে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। এবার নতুন মিশন নায়িকার। বিয়ে করবেন তিনি। যদিও বিয়ের খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার আর অপেক্ষা নয়। জুনেই বিয়ে সেরে ফেলছেন নব নির্বাচিত সাংসদ।

জানা গেছে, শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরত। যদিও নিখিলের সঙ্গে তার পরিচয় বেশিদিনের নয়। কিন্তু দুজনের মধ্যে বন্ধুত্বটা বেশ গভীর।

এরই মধ্যে হবু বর-বউ দুজনেই মেতেছেন টিকটকে। যাতে দুজনকে খুব রোমান্টিকভাবেই দেখা গেছে।

আবার নিখিল বলছেন, তিনি নাকি নুসরতকে তার প্রেমকাহিনীতে মুখ্য ভূমিকায় রেখেছেন। নুসরতের মাকেও জানিয়েছেন! এ কি কান্ড! বোঝাই যাচ্ছে বিয়ের আগে ভালোই সময় কাটাচ্ছেন দুজন।

প্রসঙ্গত, বলিউডের দীপিকা-আনুশকার মতো নুসরতও করছেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’। ১৯ থেকে ২১ জুন ইস্তানবুলে বসছে নুসরতের বিয়ের আসর।

পুজার সময় নিখিলের শাড়ির বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই তার সঙ্গে প্রথম পরিচয় হয় নুসরতের। এরপর বন্ধুত্ব। তারপরে নুসরত ও নিখিল দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন। 

এদিকে নুসরত জাহানের বিয়ের কোনও ছবি যাতে কোনওভাবে প্রকাশ্যে না আসে সে কারণে বিয়ের অনুষ্ঠানে বিধি-নিষেধ রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি