ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা কূটনীতিকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন প্রত্যাশা করেছেন বিদেশি কূটনীতিকরা। তারা এর মাধ্যমে কার্যকর গণতন্ত্র দেখার আশা করেন।

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা এ প্রত্যাশার কথা জানান।

নির্বাচনকে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ অভিহিত করে বিবৃতিতে কূটনীতিকরা বলেন, ‘ঢাকায় নিযুক্ত কূটনীতিক ও নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোট কেন্দ্রগুলোতে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি।’

সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেওয়ার অধিকারকে সম্মান জানাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করা হবেও প্রত্যাশা করেছেন কূটনীতিকরা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনাওয়ে প্রিফন্টেইন, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্লাইটার, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন, নেদারল্যান্ডসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেরোন স্টিগস, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পেনি মর্টন ও সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুজান মুলার।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি