ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শাবিপ্রবিতে চাকরির মেলা মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হতে যাচ্ছে আগরীকাল মঙ্গলবার। শাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৭০টি পদে স্থায়ী এবং পার্টটাইম নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এই মেলার আয়োজন করছে।

বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের নেতারা। তাঁরা জানান, ব্র্যাক, মেলায় বসুন্ধরা গ্রুপ, গ্রামীণফোন, কনফিডেন্স গ্রুপ, ইপিলিয়ন, ইউনাইটেড ফিন্যান্স, প্রাণ-আরএফএল, দারাজ ডটকম, এভারি ডেনিসন, শাফি কনসালট্যান্সি, গ্রিনবাড, সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেটেডসহ আরো কয়েকটি কোম্পানি অংশ নেবে।

আয়োজকরা বলেছেন, মেলার প্রথম দিন সিভি সংগ্রহ সিভি করা হবে। এবং এরপর বাছাইকৃত প্রার্থীদের শেষ দিন মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি