ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) সদস্য সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা।

কর্মশালায় স্বাগত বক্তব্যে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যম দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা করতে হলে বাংলাদেশের সংবাদকর্মীদেরও এসব মাধ্যমে দক্ষতা অর্জন করা জরুরি।

 তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিধি বাড়াতে টিকটকের মতো মাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় প্রশিক্ষকরা জানান, টিকটকে ভালো ও সঠিক কনটেন্ট বহুগুণ কার্যকর হয়। এ সময় টিকটকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি, কেন কনটেন্ট তৈরি প্রয়োজন, কীভাবে সঠিক ও উন্নত মানের কনটেন্ট তৈরি করা যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে হাতে-কলমে সাংবাদিকদের টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়া দেখান প্রশিক্ষকরা।

কর্মশালায় টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি