ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

শার্শায় ১২৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত : ২৩:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ পৃথক দুটি অভিযানে ১২৭ পিস ইয়াবাসহ আবুছার গাজী (৩৫) ও আবুল কাশেম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আবুছার গাজী ঝিকরগাছার শংকরপুর ফেরীঘাট এলাকার আবুল কাশেম গাজীর ছেলে এবং আবুল কাশেম শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকার কদর আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সঞ্জয় কুমার দাস ও  রঞ্জন কুমারের নেতৃত্বে পুলিশ উপজেলার বাগআঁচড়া বাজারের পরিবহন কাউন্টারের সামনে থেকে আবুছার গাজীকে গ্রেপ্তার করে।

এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের মধ্য থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করে। একই সময়ে অপর এক অভিযানে এএসআই তবিবুর রহমানের নেতৃত্ব পুলিশ বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ৬২ পিস ইয়াবাসহ আবুল কাশেমকে গ্রেপ্তার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শার্শা থানায় প্রেরণ ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি  মামলা দায়ের করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি