ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শাহজালালে এলডিপির মহাসচিব গুলিসহ আটক

প্রকাশিত : ১৩:৩৫, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে গুলিসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আসলাম শাহাজাদা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে শাহজালালে আসেন রেদোয়ান। বিমানবন্দরে স্ক্যানিং করার সময় তার ব্যাগে সাত রাউন্ড গুলি ধরা পড়ে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, নিয়মানুযায়ী বিমানে গুলি ও অস্ত্র বহন করতে হলে আগেভাগেই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। রেদোয়ান আহমেদ তা করেননি।

শাহজালালের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করার জন্য তাকে আটকে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। এরপর এলডিপি মহাসচিবকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি