‘শিক্ষাক্ষেত্রে যারা ভূমিকা রাখেন তারা অনন্য’
প্রকাশিত : ১৬:২৪, ৩ জুলাই ২০২৫

যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তিরা শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখেন, তাদের চেয়ে অন্যান্য আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনু উর রশিদ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল রোটারি ক্লাব ভবনে এক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।
একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক বলেন,যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তিদ্বয় শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখেন তাদের চেয়ে অন্যান্য আর কিছু হতে পারে না। শ্রীমঙ্গল রোটারি ক্লাব এই কাজটুকুই করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা মননে মানবিকতা লালন করেন।সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ও অসঙ্গতি দূরীকরণ তাদের চিন্তা চেতনায় থাকে। এই জাতীয় কাজ করার জন্য শ্রীমঙ্গল রোটারি ক্লাব সবসময় মানুষের ভালোবাসায় থাকবে।
অনুষ্ঠানে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, ডাক্তার সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রানার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক, সিনিয়র শিক্ষক অঞ্জন দেব, রোটারিয়ান আব্দুল হামিদ, আর টিভির মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম ও মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে।
এসএস//
আরও পড়ুন