ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউট বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৮:০৮, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাঙ্গামাটি নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থী মাহামুদার মৃত্যুর ঘটনায় রাঙ্গামাটি নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউট এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে ইনষ্টিটিউট বন্ধ ঘোষণা করে নার্সদের ছুটি দেন ইনচার্জ রিতা রানী বড়–য়া। শিক্ষার্থী নার্সরা শনিবার বিকাল থেকে হল ছাড়তে শুরু করে। এর আগে শনিবার সকালে মাহমুদা খাতুনের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গেল মঙ্গলবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহামুদা খাতুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে শিক্ষার্থী নার্সদের ছুটি দেয়ায় রোগীদের দুর্ভোগ বেড়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি