ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

শীঘ্রই আরও ২ এয়ারক্রাফট ও ২ হেলিকপ্টার নৌবহরে সংযোজিত হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০৬, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই আরও দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও দুটি এসডব্লিউ হেলিকপ্টার নৌবহরে সংযোজিত হবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
সকালে খুলনা নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭ ‘এ’ ব্যাচের ৭৬৬ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাস্টের সালাম গ্রহণের পরে তিনি কৃতি নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দুটি আধুনিক সাবমেরিন সংযোজিত হওয়ায় বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি