ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শেখ হাসিনা`র কারাবন্দি দিবস উপলক্ষে অলোচনা সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ১৯:২০, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা'র কারাবন্দী দিবস। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ দুপুর ১২ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রী'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  অলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ'র সভাপতিত্বে অলোচনা সভায় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তানভির শাকিল জয়, মজিবুর রহমান স্বপন, কৃষিবিদ আব্দুস সালাম, মোবাশ্বের চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, কাজী মোয়াজ্জেম হোসেন, নাফিউল করিম নাফা, মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম,মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি