ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা বিশ্ব নেতাদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২৭ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

স্বাধীনতার ৫০ বছরে অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব বলেছেন, দেশের উন্নয়ন ধরে রেখে বিশ্ব পরিমণ্ডলেও অবদান রাখছে। আর মার্কিন প্রেসিডেন্টের চোখে অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা ঝরে বিশ্ব নেতাদের কন্ঠে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের শেষ দিনে ভিডিও ও লিখিত বার্তা দেন বিশ্ব নেতারা।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের এই অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা ঝরে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কন্ঠে।  

শুভেচ্ছা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একাত্তরে যে পাকিস্তানকে হারিয়ে আজকের এই বাংলাদেশ সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুভেচ্ছা বার্তা পাঠান।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি