শেষ হলো এবিইউ’র গণমাধ্যম সম্মেলন
প্রকাশিত : ১৮:৪৮, ১১ মে ২০১৭ | আপডেট: ১৯:১৮, ১১ মে ২০১৭
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলার গুরুত্বপূর্ণ তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরা সহ ৫ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় এশিয়া-প্যাসেফিক ব্রডকাস্টিং ইউনিয়ন- এবিইউ’র গণমাধ্যম সম্মেলন। সমস্যা সমাধান কিংবা মোকাবেলায় প্রতিটি গণমাধ্যমের সৃজনশীল ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে।
‘সবার জন্য তথ্য : গণমাধ্যম জীবন বাঁচায়’ এই শ্লোগানে রাজধানীর একটি হোটেলে শেষ হলো ২ দিনব্যাপী এশিয়া প্যাসেফিক ব্রডকাস্টিং ইউনিয়নের তৃতীয় গণমাধ্যম সম্মেলন। দুই দিনে ৮টি সেসনে বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, বিশ্ব জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় পরস্পরের সহযোগিতার বিষয়।
তথ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের আঞ্চলিক সম্মেলনগুলোয় জলবায়ু পরিবর্তন ইস্যুতে গুরুত্ব দেয়া জরুরি।
আগামী বছর ফিজিতে চতুর্থ সম্মেলনে যোগদানের আহবান জানিয়ে এবিইউ’র মহাসচিব ৫ দফা ঢাকা ঘোষণা করেন।
বৈশ্বিক ইস্যুতে সরকার, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার তাগিদ দেয়া হয়েছে এবিইউ’র ঢাকা ঘোষণায়।
আরও পড়ুন