ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত : ১৭:৫২, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ৩নং ওয়ার্ড মৃদাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার সকালে ৯টার দিকে উপজেলার কাওরাইদ রেলওয়ের দক্ষিণ পাশে এঘটনা ঘটে।

নিহত ফরিদা আক্তার (৩৫) উপজেলার কাওরাইদ গ্রামের মৃত বারেক মাস্টারের ছেলে কামাল হোসেনের স্ত্রী। একই উপজেলার ইব্রাহিমের কন্যা ফরিদা আক্তারের সঙ্গে ২০০১ সালে বিবাহে আবদ্ধ হয়। তাদের সংসার জীবনে দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে।

নিহত ফরিদার স্বামী কামাল হোসেন জানান, আমার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য ময়মনসিংহ রঞ্জন মেডিকেলে যাওয়ার কথা ছিল। সকাল ৮টার দিকে আমার স্ত্রী ফরিদাকে বাড়িতে দেখতে না পেরে, অনেক খোঁজাখুজির পর ৯টার দিকে খবর পাই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি