ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:০৫, ২৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং তাদের রাজনৈতিক দলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক অভিজ্ঞতাও বিনিময় করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির বিভিন্ন দিক অবহিত করেন। বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মালম্বিরা পারষ্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্নভাবে সহঅবস্থান করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁর সরকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি