ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সংসদ সদস্য ন্যাম ভবনে না থাকলে বরাদ্দ বাতিল করা হবে:প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৫ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ফ্ল্যাট বরাদ্দ পেয়েও যেসব সংসদ সদস্য ন্যাম ভবনে থাকছেন না তাদের বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে শের-ই-বাংলা নগরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য নবনির্মিত ভবন উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকার কাজ করছে জনগণের সার্থেই। এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শিপিং কর্পোরেশনের ২৫ তলা বাণিজ্যিক ভবনটি উদ্বোধন করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি