ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সঞ্চয়ের কয়েক কোটি টাকা আত্মসাত, সিসিডিআর কর্মকর্তাদের আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বান্দরবানে গ্রাহকদের সঞ্চয়ের কয়েক কোটি টাকা আত্মসাত করে অফিস গুটিয়ে নেয়ার সময় সিসিডিআর নামে একটি এনজিও’র কর্মকর্তাদের আটক করেছেন গ্রাহকরা।
গ্রাহকরা জানান, ওই এনজিওতে স্থানীয় বাসিন্দারা জনপ্রতি দৈনিক ২০ টাকা করে জমা করতেন। প্রায় দশ বছর ধরে ১৬শ’ গ্রাহকের কাছ থেকে সংগৃহিত টাকার পরিমাণ কয়েক কোটি। ২০০৭ সাল থেকে এভাবে তারা সঞ্চয় করে আসছিলেন। শুক্রবার দুপুরে বান্দরবানের মার্মা বাজার এলাকার অফিস থেকে সাইনবোর্ড তুলে নেবার সময় এনজিও’র অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রাহকরা। এ’সময় তারা সিসিডিআরের তিন কর্মকর্তাকে অফিসের মধ্যে আটক করে রাখেন। পরে ওই তিন কর্মকর্তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি