ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে অস্ত্র ও অর্থের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২২ মে ২০১৭ | আপডেট: ১৫:০৮, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাস-জঙ্গিবাদ দমন নিশ্চিত করতে করতে অস্ত্র ও অর্থের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সৌদি আরবের রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে তিনি এ আহবান জানান। বাংলাদেশ সব ধরনের চরমপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সৌদি আরবের রাজধানীতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলন। সৌদি বাদশার বিশেষ আমন্ত্রনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরবের বাদশা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও অন্যান্য মুসলিম দেশসমূহের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে সন্ত্রাস ও চরমপন্থা বিশ্বের শান্তির জন্য বড় হুমকি উল্লেখ করে কঠোরভাবে দমনে বিশ্ব নেতাদের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম কখনো সহিংসতা বা হত্যাকান্ড সমর্থন করে না। যে কোন ধরনের চরমপন্থা ও সহিংসতায় ধর্মকে ব্যবহারের অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বব্যাপী শরণার্থী সংকটের কারণে সন্ত্রাস ও সহিংসতা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা জানান শেখ হাসিনা।
বৈঠক শেষে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলেও জানান। এদিকে, প্রধানমন্ত্রী আজ সকালে মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াস-সালামের রওজা মুবারাক জিয়ারত করতে আজ মদিনায় যাবেন । সন্ধ্যায় মক্কায় ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি